ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে— উপজেলার ধীতপুর ইউনিয়নের ব্যবসায়ী শরিফুল ইসলাম শান্তিগঞ্জ বাজারে নিজের কেনা জমিতে পেট্রোল পাম্পের ভবন নির্মাণ কাজ শুরু করেন। শরিফুল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন কাজ চলাকালীন ওই এলাকার নাজিম ও জাহাঙ্গীর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অস্বীকার করায় তাদের নেতৃত্বে জুয়েল মিয়া, আব্দুল ছাত্তার, আল আমিন, ধনু মিয়া, রশিদ মিয়া, শারফুল মিয়াসহ ৫/৬ জন নির্মাণাধীন পেট্রোল পাম্পে ভাঙচুর করে। ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, আমাদের ইউনিয়নে এরকম একটা প্রতিষ্ঠান হওয়া গর্বের। এর জন্য চাঁদা দাবি করাটা দুঃখজনক। অভিযুক্ত নাজিম উদ্দিন ও জাহাঙ্গীর আলম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। ভালুকা মডেল থানা ওসি জানান, বিষয়টি সমাধান করা হয়েছে। আবারও কেউ পাম্প নির্মাণে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।