বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

হাজতির মৃত্যু

গোপালগঞ্জ কারাগারে গতকাল ভোরে শাহিন মোল্লা (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামের সত্তার মোল্লার ছেলে। গত ২৫ সেপ্টেম্বর চুরি মামলায় শাহিনকে হাজতে পাঠান আদালত।

গোপালগঞ্জ জেলা কারারক্ষক আতিকুর রহমান জানান, এক সপ্তাহ ধরে শাহিন অসুস্থ ছিলেন। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক শানিহকে মৃত ঘোষণা করেন।—গোপালগঞ্জ প্রতিনিধি

স্কুলছাত্রী ধর্ষণের শিকার

সিলেটের জকিগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী ধষর্ণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জকিগঞ্জ থানার ওসি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ধর্ষণের শিকার ছাত্রীর চাচা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার ভাতিজি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় পাশের বাড়ির আফতাব আলীর ছেলে কামরুল ইসলাম তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট

ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ

সুনামগঞ্জ-দিরাই সড়কে মালবাহী ট্রাক পারাপারের সময় একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের দরগাপুর খালের ওপর নির্মিত ব্রিজটি গতকাল সকালে ট্রাকের ভারে ভেঙে গেলে দিরাই ও শাল্লা উপজেলার সঙ্গে জেলা সদরসহ দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভেঙে যাওয়া ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে দুই-তিন দিন সময় লাগবে। —সুনামগঞ্জ প্রতিনিধি

ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

বগুড়ার শহরের সাবগ্রাম এলাকায় রেললাইনের ট্রেনের ধাক্কায় নিহত শ্রবণ প্রতিবন্ধী যুবকের নাম নেওয়াজ মো. সাহেদ (২৫)। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত সাহেদ শহরের নারুলী মধ্যপাড়া এলাকার এম রাশেদ ইকবাল ডাবলুর ছেলে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে সাদেক আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাদেক উপজেলার  ঘোনাবাড়ি গ্রামের বাসিন্দা।—প্রতিদিন ডেস্ক

যশোরে দুর্বৃত্তের হামলায় আ.লীগ নেতা আহত

যশোরে দুর্বৃত্তরা আবু মুছা মধু (৪৯) নামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম করেছে। বুধবার সকালে যশোর শহরের কারবালা রোডে এ ঘটনা ঘটে। আহত আবু মুছা যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদের যশোর অফিসের ম্যানেজার। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে মধু শহরের কারবালা রোডের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৭-৮ যুবক তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কিল-ঘুষি মারে।

—নিজস্ব প্রতিবেদক, যশোর

সুধী সমাবেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল সুধী সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাহায়েত আলম সানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, শ্রমিক লীগ নেতা আবদুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক, নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, সাবেক কাউন্সিলর আবদুর রহিম, যুবলীগ নেতা তোফায়েল হোসেন প্রমুখ।—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বাল্কহেড ডুবে শ্রমিক নিখোঁজ

শীতলক্ষ্যার বিআইডব্লিউটিসির ডকইয়ার্ডের সামনে ডুবে যাওয়া একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেড ডুবে সোহাগ (৩২) নামের শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২নং ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় এ ঘটনায় ঘটে। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর