চার জেলায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চারটি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠান। স্কুলগুলো হলো— রাজশাহী গোদাগাড়ীর পিরিজপুর উচ্চ বিদ্যালয়, নোয়াখালী বেগমগঞ্জের শহীদ আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও গোপালগঞ্জ এসএম মডেল গভ. হাইস্কুল। নিজস্ব প্রতিবেদক প্রতিনিধিদের খবর— রাজশাহী গোদাগাড়ী উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী (৫৫ বছর পূর্তি) অনুষ্ঠিত হয়েছে গতকাল। দিবসটি উপলক্ষে স্কুলপ্রাঙ্গণ পরিণত হয় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায়। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। সাবিয়ার রহমানের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউসুফ হারুন, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, গোদাগাড়ীর ইউএনও জাহিদ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে নোয়াখালী বেগমগঞ্জের কাজীর হাট শহীদ আমানউল্লাহ পাবলিক স্কুলমাঠে শহীদ আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উত্যাপন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। অংশ নেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. জাফর উল্ল্যাহ, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এমএ হাসেম, নিরপাদ সড়ক চাই আন্দোলনের আহবায়ক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ। সভাপতিত্ব করেন মো. আবু নাসের টিপু। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিনসহ বসুন্ধরা গ্রুপের চারটি মিডিয়া। খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রমুখ। গোপালগঞ্জ : এসএম মডেল গভ. হাইস্কুলের ১৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে ছিলেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন অ্যাড. মোল্লা মো. আবু কাওছার।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল