শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা রোধে কর্মশালা

‘বেপরোয়া গাড়ি চালাবেন না’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন চালক, চালকের সহকারী, যাত্রী ও ফুটপাতে চলাচলকারী পথচারীদের নিয়ে জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মশালা করেছে মাওনা হাইওয়ে থানা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতুর নিচে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট মফিজুর রহমান জানান, কর্মশালায় বেপরোয়াভাবে গাড়ি না চালানো, গাড়ির হেড লাইট, লুকিং গ্লাস, ব্রেক, গ্যাস ও তেল আছে কিনা তা চেক করা, অল্প বয়সী ছেলেদের দিয়ে গাড়ি না চালানো, রাস্তা ব্লক না করে পেছনের গাড়িকে সাইড দেওয়া, যাত্রীদের সাথে ভাল আচরণ করা, অতিরিক্ত ভাড়া আদায় না করা ও সার্বক্ষণিক গাড়িতে লাইসেন্সসহ সব কাগজ রাখার উপর আলোচনা করা হয়। এসব বিষয়ের উপর আলোচনা করেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত।

সর্বশেষ খবর