বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আমতলীর ৪০ বিদ্যালয়ে পরিত্যক্ত ভবনে পাঠদান

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান। এছাড়া ১৫টি স্কুলভবনের অবস্থা খুবই নাজুক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস গত নভেম্বর মাসে ওই সব ভবন পরিত্যক্ত ঘোষণা করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আমতলিতে ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪০টি বিদ্যালয়ে পাঠদান চলছে পরিত্যক্ত ভবনে। পরিত্যক্ত ভবনগুলো হলো— গেরাবুনিয়া, মধ্য টেপুরা, উত্তর সোনাখালী, পূর্ব চন্দ্রা, আমতলী একে হাই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, উত্তর পশ্চিম চরচিলা, পূর্ব কেওয়াবুনিয়া, আমতলী লোচা, কুলাইর চর, আমতলী এমইউ, ডালাচারা, পূর্ব হলদিয়া, পূর্ব তারিকাটা, দক্ষিণ তক্তাবুনিয়া, খেকুয়ানী, হালিমা খাতুন প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হরিমৃত্যুঞ্জয়, উত্তর পূর্ব কুকুয়া, মধ্য শাখারিয়া, মধ্য কৃষ্ণনগর, দেবপুর, সেকান্দারখালী, ইব্রাহিমপুর, উত্তর পশ্চিম চিলা, দক্ষিণ কাঠালিয়া, উত্তর পূর্ব টেপুরা, উত্তর পশ্চিম টেপুরা, পূর্ব কলাগাছিয়া, উত্তর রাওঘা, ঘোপখালী, দক্ষিণ আমতলী, দক্ষিণ পূর্ব আমতলী, উত্তর রাওঘা সততা, টেপুরা, দক্ষিণ আমতলী, চন্দ্রা চৌধুরীপাড়া, উত্তর রাওঘা কেওয়াবুনিয়া, উত্তর পশ্চিম তক্তাবুনিয়া মমতাজ হোসেন প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তারিকাটা এসটি ও চাউলা প্রাথমিক বিদ্যালয়। ভবন খুবই নাজুক বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে পূর্ব গুলিশাখালী, পূর্ব চরকগাছিয়া, দক্ষিণ ঘোপখালী, দক্ষিণ গুলিশাখালী, উত্তর ঘটখালী, পশ্চিম নাচনাপাড়া, চাওড়া লোদা, পাতাকাটা নুরুল হক প্রাথমিক বিদ্যালয়, ভায়লাবুনিয়া, মাইঠা, দক্ষিণ পাতাকাটা, উত্তর পশ্চিম চরচিলা ও, দক্ষিণ পূর্ব চিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

সর্বশেষ খবর