বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু পাঠদান নয়, ভালো মানের গবেষণাও

ইউজিসি চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের-ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, ‘স্বাধীনতার সময় আমাদের যে অবস্থা ছিল বর্তমানে সেই অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়েছে। গত চার দশকে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছি’। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু পাঠদান নয় বরং জ্ঞান সৃষ্টি করা। আর এ কাজের জন্য দরকার ভাল মানের গবেষণা। গতকাল বুধবার দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১ এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। হাবিপ্রবির অডিটোরিয়াম-১ এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম। অন্যান্যের মধ্যে ছিলেন— প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর ডা. ফজলুল হক, ড. খালেদ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর