বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

সিলিন্ডার বিস্ফোরণে নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহাদ নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সোহাগ ও আমির নামে দুজন। শহরের শেখ আমিন উল্লাহ মার্কেটে মুন্নার খাবার হোটেলে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আহাদ রামগঞ্জ উপজেলার কাজিরখিল গ্রামের সাঈদ হোসেনের ছেলে ও বাজারের একটি ওয়ার্কশপের শ্রমিক ছিল।

—লক্ষ্মীপুর প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। গতকাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশিদ মিয়া এর উদ্বোধন করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল উপস্থিত ছিলেন। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গতকাল প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে ১১ জন বাড়িওয়ালাকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন সাভারের ইউএনও শেখ রাসেল হাসান। সংযোগ বিচ্ছিন্ন কাজে তিতাস গ্যাসের ৫০ সদস্যের একটি দল অংশ নেয়। —সাভার প্রতিনিধি

শ্রমিক কলোনিতে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি টিনশেডের কলোনিতে গতকাল আগুন লাগে। দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নেভায়। এতে কলোনির ২০টি কক্ষ পুড়ে গেছে। এদিকে, রাত সাড়ে ৭টার দিকে টঙ্গীর নামাবাজার এলাকার ২টি টিনশেড তুলার গোডাউনে আগুন লাগে। দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গোডাউনের মালামাল পুড়ে গেছে।

—গাজীপুর প্রতিনিধি

পুলিশের সোর্স গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সোর্স রনিকে (৩২) গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের আ. বাতেনের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, রনি এক বছর ধরে পুলিশ দিয়ে নিরীহ লোকদের হয়রানি করে আসছে।

—আড়াইহাজার প্রতিনিধি

দুই বখাটের জেল

স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে বগুড়া শাজাহানপুর উপজেলায় দুই বখাটের ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান গতকাল এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার রহিমাবাদ এলাকার রিয়াদুল ইসলাম ও জুবায়ের।—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নতুন খাতা বিতরণ

মেহেরপুর শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে নতুন খাতা তুলে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকশনা কমিটির সদস্য এমএএস ইমন। শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতা তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। —মেহেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর