বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ছুরিকাঘাতের শিকার দুই ছাত্র

চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড় এলাকায় দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে ইরফান (১৯) ও তাহসিন (২১) নামের দুই ছাত্র আহত হয়েছেন। ইরফান সানশাইনে এবং তাহসিন দেশের বাইরে পড়াশোনা করেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গফরগাঁওয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে দুটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মো. শামছুল হকের সভাপতিত্বে এবং দুপুরে উপজেলার রৌহায় অবস্থিত গফরগাঁও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। —ময়মনসিংহ প্রতিনিধি

প্রধান শিক্ষকের মামলা প্রত্যাহার দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ২টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনটি হয়। বিদ্যালয়ের নির্বাচিত ক্যাপ্টেন ও দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম জানায়, রবিবার বিদ্যালয়ের দুই ছাত্র এক ছাত্রীর সঙ্গে মন দেওয়া-নেওয়ার ঘটনাকে কেন্দ  করে প্রধান শিক্ষক আলী মনসুর মানিক তাদের ধমক দিয়ে শাসন করেন। ওই ঘটনাকে কেন্দ  করে আমাদের দুুই স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। —শ্রীপুর প্রতিনিধি

উন্নয়ন ভাবনায় মুক্তকথা

নেত্রকোনার ভৌত অবকাঠামো ও সার্বিক উন্নয়ন নিয়ে উন্নয়ন ভাবনায় মুক্তকথা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে সোমবার রাতে সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক রওশন আক্তার। প্রধান অতিথি ছিলেন পল্লী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান আহমদ। —নেত্রকোনা প্রতিনিধি

টঙ্গীতে বসন্ত মেলা

টঙ্গী সরকারি কলেজের উদ্যোগে বসন্তবরণ উপলক্ষে গতকাল কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বসন্ত মেলার উদ্ধোধন করা হয়েছে। কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর ফারজানা পারভীন, ড. আবুল কালাম আজাদ, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

—টঙ্গী প্রতিনিধি

অবৈধ পার্কিং, জরিমানা

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে (বিবি রোড) অবৈধ পার্কিংয়ের অভিযোগে ৪০টি যানবাহনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে ৬টি যানবাহনকে নগদসহ সর্বমোট ৪০টি যানবাহনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) শরফুদ্দিনের নেতৃত্বে এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

মতবিনিময়

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। ডাকাত আতঙ্কে স্থানীয়রা নির্ঘুম রাত কাটাচ্ছে। ডাকাত প্রতিরোধে রূপগঞ্জ থানা পুলিশ ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এলাকাবাসী মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে কালাদী সিএনজি পাম্পের সামনে এ মতবিনিময় সভা হয়। সভায় তারিক বিন মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া, রূপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, সাংবাদিক রাশেদুল ইসলাম, সোহেল কিরণ প্রমুখ। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর