বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

ধর্ষণের শিকার তরুণীকে শালিসে এলাকাছাড়া!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় শালিসে ধর্ষককে ২৫ হাজার টাকা জরিমানা ও ধর্ষণের শিকার তরুণীকে এলাকাছাড়া করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জনা যায়, গত সোমবার রাতে উপজেলার এক তরুণীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করে একই এলাকার জৈনদ্দিন খলিফার ছেলে রাসেল (২৮)। এ ঘটনায় পরদিন মেয়েটি তার মায়ের সঙ্গে থানায় মামলা করতে যান। কিন্তু প্রভাবশালীরা থানায় এসে তরুণী ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে নিয়ে যায়। পরে দুপুরে তড়িঘড়ি করে শালিস বৈঠক বসে। সেখানে ধর্ষককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা পরিশোধের পর শালিসকারীরা ওই তরুণীকে তার পরিবারসহ কিছুদিন এলাকা ছেড়ে অন্যত্র থাকার নির্দেশ দেন। তারপর থেকে তরুণী ও পরিবারের লোকজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। মাদারীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু নাইম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে ওই তরুণী ও তার স্বজনের সঙ্গে কথা বলেছেন। তাদের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থার দাবি না থাকায় পুলিশ কিছু করতে পারেনি। মাদারীপুর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ঘটনা সত্য হলে আবশ্যই মামলা হবে।’ পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘নরী নির্যাতনের ঘটনা শালিসের মাধ্যমে মীমাংসা করা সম্ভব নয়। ভুক্তভোগী পরিবার চাইলে আমরা সব ধরনের সহযোগিতা দেব।’

সর্বশেষ খবর