শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

এক পলক

তিতাস নদীতে শিশুর লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার বড় বাজার এলাকার তিতাস নদী থেকে শেখ মো. রাব্বি নামে এক শিশুর লাশ গতকাল দুপুরে উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার রাধানগরের ইফতেখার হোসেন উজ্জলের ছেলে রাব্বি গত তিন দিন ধরে নিখোঁজ ছিল।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

লালমনিরহাটে ডলফিন উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় চার মণ ওজনের ডলফিন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের ভারতীয় সীমান্ত গ্রুপ মণ্ডল এলাকায় ধরলা নদীতে ডলফিনটি ধরা পড়ে।

—লালমনিরহাট প্রতিনিধি

সংবাদবিষয়ক কর্মশালা

মেহেরপুরে দিনব্যাপী সাংবাদ বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেহেরপুর প্রতিদিন মিলনায়তনে এ কর্মশলা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক সংবাদের সাংস্কৃতি বিষয়ক প্রতিবেদক হাসনাত শাহিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর প্রতিদিনের চেয়ারম্যান এম.এ.এস ইমন, সম্পাদক মাহবুবুল হক পোলেন, নির্বাহী সম্পাদক আতিক স্বপন প্রমুখ।

—মেহেরপুর প্রতিনিধি

কৃষকদের মানববন্ধন

খাল পুনরুদ্ধারে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক মানববন্ধন করেছে। শুক্রবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দঃ) ইউনিয়নের উজানীকান্দি গ্রামে দখলকৃত খালের পাশে কৃষকরা ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। আলহাজ মজিবুল ইসলাম মান্নানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন কৃষক মোসলেম মিয়া, আব্দুল সালাম, জসিম উদ্দিন, মনিরুল ইসলাম সরকার, নাঈম উদ্দিন সরকার, আবু মুছা সরকার ও রমিজ উদ্দিন সরকার প্রমুখ।—কুমিল্লা প্রতিনিধি

শোকসভা

কুষ্টিয়ায় সদ্য প্রয়াত ভাষা সৈনিক নজম উদ্দিন আহমেদের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের এনএস রোডের একটি রেস্টুরেন্টে তার পরিবারের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। ১৩ জুন তিনি শহরের এনএস রোডের বাস ভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের শ্বশুর। শোকসভায় বক্তব্য রাখেন শামসুল আলম দুদু, ভাষা সৈনিক রায়হান আহমেদ, নজরুল ইসলাম, শিল্পী মেহেরুন আহমেদ, কমর উদ্দিন, অধ্যাপক ওবাইদুর রহমান প্রমুখ। —কুষ্টিয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর