সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘সড়ক নিরাপত্তা আইন ভঙ্গকারীদের ছাড় নয়’

রাঙামাটি প্রতিনিধি

সড়ক নিরাপত্তা আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। তিনি বলেন, ‘রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে চালকদের জন্য ব্যবস্থা আছে বিশেষ প্রশিক্ষণের। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে। রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলনকক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভায় গতকাল বক্তৃতা করছিলেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর ও সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার উপস্থিত ছিলেন। ডিসি বলেন, ‘সচেতনতার অভাবে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। নিজেকে নিরাপদ রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে।’

সর্বশেষ খবর