মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যাত্রা শুরু দরিদ্রদের জন্য কিডনি ডায়ালাইসিস ইউনিটের

নোয়াখালী ২৫০ শয্যার হাসপাতাল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দরিদ্র রোগীর চিকিৎসার লক্ষ্যে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করা হয়েছে। এই ইউনিটে প্রতিদিন গড়ে তিন শিফটে ১০ জন করে কিডনি রোগীর ডায়ালাইসিস করা যাবে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে গতকাল নোয়াখালী-৪ আসনের এমপি ও কমিটির সভাপতি একরামুল করিম চৌধুরী এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহবুবু আলম, ডা. বিধান চন্দ্র সেন, শহিদ উল্যা খান সোহেল, ডা. খলিল উল্যাহ প্রমুখ। কিডনি ডায়ালাইসিস ইউনিটের তত্ত্বাবধানে থাকা নোয়াখালী মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. ফজলে এলাহী খাঁন বলেন, ‘ডায়ালাইসিস ইউনিটটি চালু হওয়ায় জেলার হতদরিদ্রের চিকিৎসা সেবার পথ সুগম হলো।’ তিনি বলেন, প্রাইভেট হাসপাতালগুলোতে ডায়ালাইসিস করতে রোগীদের ৩-৪ হাজার টাকা খরচ হয়। এই ইউনিটটি চালু হওয়ায় মাত্র ৪০০-৬০০ টাকার মধ্যে ডায়ালাইসিস করানো সম্ভব হবে।

সর্বশেষ খবর