শিক্ষক সংকটে ধুঁকছে কুমিল্লা মেডিকেল কলেজ। দীর্ঘদিন ধরে ৫০-এর জনবল দিয়ে চলছে ১৬০ আসনের প্রতিষ্ঠানটি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। মেডিকেল কলেজ সূত্র জানায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা মেডিকেল কলেজ। ৫০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। যে শিক্ষক-জনবল নিয়ে কলেজটির যাত্রা শুরু করেছিল জনবল তেমনি রয়েছে। যদিও এখন মেডিকেল কলেজটিতে শিক্ষার্থী আসন সংখ্যা ১৬০টি। মোট ৬১৪ জন শিক্ষার্থীর কলেজটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের ১৪৬টি পদের মধ্যে ৫৮টিই শূন্য। এনাটমিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক নেই। প্রভাষক আর গেস্ট টিচার দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। ফিজিওলজিতে নেই অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক। বায়োকেমিস্ট্রিতে সহযোগী অধ্যাপক থাকলেও অধ্যাপক-সহকারী অধ্যাপক নেই। কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, মাইক্রো বায়োলজি ও ফার্মাকোলজি বিভাগেরও একই দশা। মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষে এ সব বেসিক সাবজেক্টগুলো পড়ানো হয়। শুরুতেই শিক্ষক সংকটের কারণে আমাদের কোর্স শেষ করায় সমস্যায় পড়তে হয়। এখানে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক এনে পাঠদান করা হচ্ছে। এতে শিক্ষার মান নিম্নগামী হবে।’ কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মহসিন-উজ-জামান চৌধুরী বলেন, ‘বার বার আবেদন করার পরও পদের সংখ্যা বাড়েনি। মঞ্জুর করা পদগুলোও খালি। গেস্ট টিচার দিয়ে চালিয়ে নিচ্ছি। এতো সংকট সত্বেও ভালো রেজাল্ট করে যাচ্ছি। প্রয়োজনীয় শিক্ষক পেলে আরও ভালো রেজাল্ট করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘এখানে শিক্ষকদের বাসস্থান নেই। নেই মসজিদ-অডিটরিয়াম। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।’
শিরোনাম
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা