সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

২৩৮ ইউনিটের বিল এক কোটি ৪৮ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্যবহূত বিদ্যুৎ মোট ইউনিট ২৩৮। আর বিল এক কোটি ৪৮ লাখ ৭৯০০ টাকা। এমন আজব বিল পেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের এক গ্রাহক। অবশ্য বিলের কাগজ নিয়ে বিদ্যুৎ অফিসে যাওয়ার পর ওই গ্রাহককে হাতে লিখে সংশোধিত একটি বিল দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার গ্রাহক দরবেশ আলী। তার মিটারের (নম্বর-১৯৭০৩৯) বিপরীতে অক্টোবর মাসের বিলের কাগজে এক কোটি ৪৮ লাখ ৭৯০০ টাকা বিল উল্লেখ করা হয়েছে। দরবেশ আলীর গত সেপ্টেম্বর মাসের বিল এসেছিলো তিন হাজার টাকা। অক্টোবরের বিলটি তাকে দেওয়া হয় গত সপ্তাহে। বিল পরিশোধের শেষ তারিখ ছিল ২৭ নভেম্বর। ভুতুড়ে বিলের ছবি তুলে দরবেশ আলী এক আত্মীয় তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। স্থানীয় গ্রাহকরা জানান, বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা কোন পর্যায়ে পৌঁছেছে, আজগবি এই বিল তারই নমুনা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওই অফিসের একজন কর্মকর্তা বলেন, ‘এটা অবশ্যই অস্বাভাবিক বিল। এটি অ্যামাউন্ট এন্ট্রির ভুলে হয়ে থাকতে পারে। কারণ একটা সিঙ্গেল ফেইজ গ্রাহকের এমন বিল হওয়ার কথা নয়’।

সর্বশেষ খবর