বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এনজিও কর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছে। সংস্থাটির গালুয়া বাজার শাখার ম্যানেজার আতাউর রহমান ও সহকারী ব্র্যাঞ্চ ম্যানেজার আরিফুর রহমানের বিরুদ্ধে মঙ্গলবার মামলাটি করেন এক গ্রাহক।

এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার ঋণ পরিশোধ করে সঞ্চয়ের টাকা ফেরত চান মামলার বাদী। এ সময় অভিযুক্ত আতাউর রহমান ও আরিফুর রহমান তাকে মারধর করে। তার সঙ্গে থাকা স্ত্রী স্বামীকে রক্ষায় এগিয়ে এলে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধাক্কা দিয়ে তাকে অফিস থেকে বের করে দেয়। তাদের সঙ্গে থাকা শিশুসন্তানের শরীরেও ধাক্কা লাগে। আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ওই গ্রাহক ৩ ডিসেম্বর নয়, ২ ডিসেম্বর রাতে অফিসে এসেছিলেন। তখন তার সঙ্গে স্ত্রী-সন্তান কেউ ছিল না। তিনি ঋণ পরিশোধ করে জমা বইতে স্বাক্ষর না দিয়ে সঞ্চয়ের টাকা ফেরত নিয়ে যান। তখন সহকারী ব্র্যাঞ্চ ম্যানেজারও অফিসে ছিলেন না।

সর্বশেষ খবর