বকেয়া বেতন দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে ২ দিন ধরে পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছে ইকুইপমেন্ট শাখার শ্রমিকরা। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের মালামাল খালাস প্রক্রিয়া। ভারত থেকে আসা শত শত ট্রাক বন্দর অভ্যন্তরে আমদানি পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এতে লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে আমদানিকারকদের। বিষয়টি বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। বন্দর সূত্র জানায়, দেশের শিল্প-কলকারখানা ও বিভিন্ন প্রকল্পের বেশির ভাগ মেশিনারিজ আমদানি করা হয় বেনাপোল বন্দর দিয়ে। ক্রেন ও ফর্কলিফট ছাড়া এ জাতীয় পণ্য আনলোড ও বন্দর থেকে খালাস নেওয়া সম্ভব নয়। ২০১৬ সালে বেনাপোল বন্দরে বেসরকারি কার্গো হ্যান্ডলিং এ নতুন ঠিকাদার নিয়োগের দরপত্র আহবান করলে আগের হ্যান্ডলিং ঠিকাদার মেসার্স এসআইএস (সীস) লজিস্টিক্যাল সিস্টেম উচ্চ আদালতে রিট করে। ফলে বন্ধ হয়ে যায় দরপত্র আহবান প্রক্রিয়া। নতুন কোম্পানি নিয়োগ দিতে না পেরে বন্দর কর্তৃপক্ষ আদালতের নির্দেশে (সীস) লজিস্টিক্যাল সিস্টেমকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের বিল পরিশোধ করবে না। ঠিকাদারী প্রতিষ্ঠানও কৌশলগত কারণে মামলা নিষ্পত্তির আগ্রহ দেখাচ্ছে না। ৫ মাসের প্রায় দুই কোটি টাকা পাওনা রয়েছে বলে দাবি ঠিকাদার প্রতিষ্ঠানের। বন্দর শ্রমিকরাও তাদের পারিশ্রমিক পাচ্ছে না পাঁচ মাস ধরে। বকেয়া টাকার দাবিতে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। এতে রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড। সিস লজিস্টিক্যাল সিস্টেম লিমিটেডের বেনাপোল প্রতিনিধি সুলতান আহম্মেদ বাবু জানান, গত জুলাই মাস থেকে বন্দর কর্তৃপক্ষ কোন বিল পরিশোধ করছে না। বারবার বিল পরিশোধের কথা বলা হলেও আমাদের কোনো কথা তারা শুনছে না। বাধ্য হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যসোসিয়েশনের মফিজুর রহমান সজন জানান, দ্রুত সমস্যা সমাধানের জন্য বিষয়টি স্থালবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জানানো হয়েছে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকারি শুল্ক পরিশোধ করেও আমরা পণ্য খালাস নিতে পারছিনা। বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের সাঙ্গে অনেক আগেই চুক্তি শেষ হয়েছে। বন্দর কর্তৃপক্ষ নতুন করে চুক্তি নবায়ন না করায় তারা উচ্চ আদালতে একটি মামলা করেছে।
শিরোনাম
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
বেনাপোলে লোড-আনলোড বন্ধ
আটকা শত শত ট্রাক
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর