শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুবলীগের ৭৫ নেতা কর্মীর নামে মামলা কারাগারে ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নামোল্লেখ করে যুবলীগের ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সদর থানার এসআই আব্দুল আলীম পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রুপমকে প্রধান আসামি থানায় মামলাটি করেন। ওই ঘটনায় আটক ১০ যুবলীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসারত এক যুবকের ওপর হামলা চালায় যুবলীগ নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশকে আক্রমণ এবং হাসপাতাল ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছয়জন ও পরে বিশেষ অভিযানে আরও চারজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করে পুলিশ। আসামি করা হয়েছে সদর উপজেলা পশ্চিম যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক, যুবলীগ নেতা আকিব খান, আশিক আহম্মদ, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, মিজানুর রহমানসহ ২৫ নেতাকে। আরও ৫০ জনকে করা হয়েছে অজ্ঞাত আসামি।

সর্বশেষ খবর