রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইমারতে বন্ধ চলার পথ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দায় হাইকোর্টের আদেশ অমান্য করে ১০টি দোকান গুড়িয়ে সেখানে রাতারাতি ইমারত নির্মাণ করা হয়েছে। পাকা এ ইমারতের কারণে বন্ধ হয়ে গেছে চার পরিবারের যাতায়াতের পথ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে গতকাল দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন রায়েন্দা বাজারের সালেহ আহম্মেদ গাজী। চলার রাস্তা খুলে দেওয়াসহ ইমারত ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি। আহম্মেদ গাজী জানান, ১৯৭০ সালে তাদের রেকর্ডীয় জমির মাটি কেটে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ করে। এরপর থেকে তারা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জলাশয় ইজারা নিয়ে কিছু অংশ ভরাট করে যাতায়াতের পথ ও মাছ চাষসহ করে আসছিলেন। ২০১৩ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান তাদের ইজারা জমি ভরাট করে কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ করেন।

এতে কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় এর প্রতিকার চেয়ে তখন হাইকোর্টে মামলা করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর