মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। ধুনট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তারেক হেলাল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুসহ ১৩ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল হাই খোকন মনোনয়নপত্র দাখিল করার কথা ছিল সোমবার। সেই অনুযায়ী দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী সমবেত হতে থাকেন। বেলা সাড়ে ১২টায় নেতাকর্মীর ভিড়ে শরীরে ধাক্কা লাগা নিয়ে উপজেলা যুবলীগের বনি আমিন মিন্টুর সঙ্গে ইউপি চেয়ারম্যান তারেক হেলাল বাগবিতন্ডা হয়। একপর্যায়ে হেলালের লোকজন মিন্টুকে মারধর করে। খবর পেয়ে মিন্টুর সমর্থকরা এলাঙ্গীর নেতা-কর্মীর উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধুনট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, ‘অনাকাক্সিক্ষতভাবে ঘটনাটি ঘটেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর