বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উরসে নারীদের ওপর হামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের উরসে আগত নারী ও তরুণীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উরসের প্রথম দিন সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। পরের তিনদিনও এই চক্র উরসে সমবেত নারীদের ওপর হামলা করে। হুমকি দেয় জীবননাশের। পিঠমোড়া করে বেঁধে রাখা হয় কয়েকজনকে। উরসের চারদিনে বিপুল সংখ্যক নারী ও তরুণীকে দরবার থেকে বের করে দেয়। সন্ত্রাসীদের হুমকি-ধামকি এবং লাঠিসোটা নিয়ে মহড়া দিয়ে ভীতিকর  পরিবেশ তৈরি করায় অনেক নারী প্রাণভয়ে দরবার শরীফ ত্যাগ করেন। স্থানীয় প্রভাবশালী চক্রের সহায়তায় একদল স্বার্থান্বেষী দরবারের ভাবমূর্তি ক্ষুণœ করতে এ হামলা চালায় বলে জাকের মঞ্জিলের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার শিকার মিসেস আফসার, নাজমা আক্তার, কানিজ ফাতিমা লিপি, শাহিদা হায়দার দীপ্তি ও রীপু প্রমুখ জানান, বিগত অনেক বছরের ধারাবাহিকতায় এবারও তারা উরস শরীফে যান। আধ্যাত্মিক পাদপীঠে তারা এ ধরনের হামলার শিকার হতে পারেন- ঘুণাক্ষরেও জানতেন না। জানা গেছে, ওই চক্রের ইন্ধনে দরবারের কর্মী আজমীরের নির্দেশে বকর, বাকু মল্লিক, শাহীন, শাহাদত, জাকির ও আক্কাস উরস শরীফে আগত নারীদের ওপর এ হামলা চালায়। তারা হিট লিস্ট তৈরি করে নারী ও তরুণীদের খুঁজে বের করে লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং ত্রাসের সৃষ্টি করে। বেশ কয়েকজনকে বেদম মারধর করে। প্রাণভয়ে ভীত এ সব তরুণী ও নারীদের আর্তচিৎকার এবং দিগি¦দিক পালানোর দৃশ্য ভয়াল পরিবেশ সৃষ্টি করে। সন্ত্রাসীচক্র হামলার দায়ভার এ সব নারীর ওপর চাপানোর ষড়যন্ত্রস্বরূপ দরবারের অভ্যন্তরে নিজেরা ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভরা উরস শরীফে এ ধরনের ন্যক্কারজনক হামলা বিশ্ব জাকের মঞ্জিলের ইতিহাসে আর ঘটেনি। জকের মঞ্জিলের পক্ষ থেকে জানানো হয়েছেÑ স্থানীয় প্রভাবশালীদের ব্যাপক প্রভাব খাটানোর কারণে স্থানীয় থানায় মামলা করা যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর