শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

৬০ পরিবার গ্রামছাড়া

ভোট-পরবর্তী হামলা লুট

ফরিদপুর প্রতিনিধি

নগরকান্দায় উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। কয়েক দিন ধরে নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ও পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার রাতে ডাঙ্গী ইউনিয়নের বাঙালপাড়া গ্রামে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আটটি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ হামলায় এক গর্ভবতী নারীসহ চারজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুটি পুকুরের মাছ লুট করে নেওয়া হয়। হামলার ভয়ে ডাঙ্গী ইউনিয়নের ৬০ পরিবার বর্তমানে এলাকাছাড়া। গ্রামের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। স্থানীয়রা জানান, গত সোমবার উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান সরদার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ জামান বাবুলের সমর্থকদের মধ্যে ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশকিছু বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়। আনারস প্রতীকের সমর্থক হিসেবে পরিচিত ৬০ পরিবার হামলার ভয়ে পালিয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর