রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অতিরিক্ত ইয়াবা সেবনে যুবকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে শাকিল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় বাউফল থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পটুয়াখালী জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর একটি সূত্র জানায়, তাদের কাছে তথ্য ছিল-দশমিনা এলাকায় শাকিল নামে এক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক হয় সে। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। শাকিলকে পটুয়াখালী নিয়ে আসার পথে সে অসুস্থ হয়ে পড়লে বগা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে শাকিলের কাছে অসুস্থতার কারণ জানতে চান। তখন শাকিল জানায়, র‌্যাবের হাতে গ্রেফতার এড়াতে তার কাছে থাকা অনেকগুলো ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে সে। চিকিৎসক ইয়াবার বিষক্রিয়া থেকে মুক্ত করার জন্য পাকস্থলী ওয়াশ করার সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ১১টা ৪৫ মিনিটে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর