বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ইন্টার্নদের হামলায় তিন নার্স আহত, তদন্ত কমিটি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মারধরে তিন নার্স আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় করে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনা তদন্তে জরুরি সভা ডেকে কমিটি গঠন করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চিকিৎসক-নার্স উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্যসেবা দিবস উপলক্ষে ফরিদপুর মেডিকেলের স্টাফ নার্সদের কক্ষ বেলুন দিয়ে সাজানো হয়। বুধবার বেলা ১১টার দিকে এক ইন্টার্ন চিকিৎসক নার্সদের রুমের বেলুন সুই দিয়ে নষ্ট করতে থাকে। এতে বাঁধা দেন নার্সদের কয়েকজন। এতে ক্ষুব্ধ হয়ে ওই চিকিৎসক নার্সদের উদ্দেশ্যে বাজে কথা বললে দুই পক্ষে বাক্য বিনিময় হয়। একপর্যায়ে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক নার্স বিথি রানী, শান্তা ও কাকলীকে চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠুকে দেয় এবং কিল-ঘুষি মারে। বিথি রানী জানান, ইচ্ছাকৃতভাবে বেলুন ফাঁটানোর বিষয়টি জানতে গেলে তাদের উপর হামলা করা হয়। এর সুষ্ঠু বিচার না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. খবির জানান, বিষয়টি দুঃখজনক। অন্যায়ের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ফরিদপুর মেডিকেলে পরিচালক প্রফেসর কামুদা প্রসাদ সাহা জানান, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর