রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আত্মহত্যা করেছেন সেই বন কর্মকর্তা

নাটোর প্রতিনিধি

রাজধানীর বনভবনে কর্মরত উপ-বনসংরক্ষক মাসুদ রানাকে (৪০) হত্যার অভিযোগ উঠলেও তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন মাসুদ রানা। প্রতিবেদনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর নিজ বাসার বেডরুমে মাসুদ রানাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ ছিল, মাসুদকে তার স্ত্রী হত্যা করেছে।

ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক সার্জেন্ট মইন উদ্দীন। তিনি বলেন, আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে। তার শরীরে কোনো দাগ নেই। মাসুদ রানা নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাকফো নতুনপাড়ার মোজাম্মেল হকের ছেলে। রাজধানীর মিরপুরে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। এ দ¤পতির দুটি কন্যাসন্তান রয়েছে।

সর্বশেষ খবর