মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

থানায় হামলা, ওসিসহ ছয় পুলিশ আহত

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার আবদুল জব্বার সরকারি কলেজ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে বোরহানউদ্দিন থানায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওসিসহ ৬ পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রাতে ছাত্রলীগ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করে। পরে ২৩ জনকে ছেড়ে দিয়ে পুলিশ অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার দেখায়। গতকাল বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতেপাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আবদুল জব্বার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মো. মিজানুর রহমান ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান জিহাদকে নিয়ে ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে যাচ্ছিল। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে রবিবার বিকালে বৈধ কোনো কাগজ না থাকায় পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে। পরে রাত সাড়ে ৭টার দিকে কলেজ ছাত্রলীগ সভাপতি বাপ্পী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা শহরে বিক্ষোভ করা হয়। মিছিলকারীরা থানার ফটক ভেঙে ভিতরে ঢুকতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল জানান, হামলার ঘটনায় থানার ওসিসহ ৬ জন আহত হয়েছে। ওসি অসীম কুমার জানান, হামলাকারীরা থানার গেটের লোহার রড ভেঙে ফেলে। এ ঘটনায় এসআই মোহাইমিনুল বাদী হয়ে ৩৮ জনের নামে একটি মামলা করেন।

সর্বশেষ খবর