শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

আট জেলায় সড়কে ঝরল দুই শিশুসহ ১৩ প্রাণ

হবিগঞ্জে দোকানে ঢুকল ট্রাক

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়কে ঝরল দুই শিশুসহ ১৩ প্রাণ

আট জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ১৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বিভিন্ন সময় ও বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে চা বিক্রেতাসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলা শহরের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে চা বিক্রেতা আইয়ুব আলী (৬৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভাইগদা গ্রামের আবন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (৪৫)।

কুষ্টিয়া : জেলার দৌলতপুরে উসা (১৪) নামে এক স্কুলছাত্রী তার চাচার সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিল। পথে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। উসা মথুরাপুর এলাকার আব্দুল্লাহর মেয়ে। একই উপজেলার ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় ট্রলিচাপায় জহুরা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার গোবরাতলায় ইউনিয়নের ধান কাটা শ্রমিক আলিফ (৫১) সাইকেলযোগে নাচোল যাওয়ার পথে তাকে ট্রাক চাপা দেয়। এর আগে বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারায় রবিন আলী (১২)। সে শিবগঞ্জ উপজেলার চক বহরম গ্রামের জোবায়ের ইসলাম কালুর ছেলে ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

সিরাজগঞ্জ : সদর উপজেলার মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি এলাকায় পিক-আপ উল্টে শাহাদত নামে এক হেলপার নিহত হয়েছেন। সলঙ্গার পাঁচলিয়ায় পিক-আপ ভ্যান চাপায় রায়হান আলী (৩২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে।

রংপুর : মিঠাপুকুরে আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বস্তা চাপায় হাসান আলী (৪০) এক শ্রমিক মারা যান। এদিকে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি পিকআপ তারাগঞ্জের ইকরচালী এলাকায় যাত্রীবোঝাই অটোবাইকে ধাক্কা দিলে ওমর আলী নামে এক যাত্রী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া : জেলার সুলতানপুরে গত বৃহস্পতিবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় হেবজু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

ঝিনাইদহ : সদর উপজেলার পাগলকানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী (৫৫) ট্রাকচাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। টাঙ্গাইল : জেলার মির্জাপুরে টেম্পো উল্টে                   আব্দুল বারেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত ৩ জন আহত হন।

সর্বশেষ খবর