শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

‘পাহাড়ে কেউ নিরাপদ নয়’

রাঙামাটি প্রতিনিধি

‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরও পাহাড়ে হত্যাকান্ড বন্ধ হয়নি। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও খুনের ঘটনা ঘটছে। সন্ত্রাসীদের কাছে কেউ নিরাপদ নয়। গুম, খুন ও অপহরণ পাহাড়ে নিত্যদিনের ঘটনা। অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলেও সন্ত্রাসী কর্মকা- বন্ধ করা যাবে না।’ রাঙামাটি শহীদ মিনার চত্বরে বরকল উপজেলার ভূষণছড়া গণহত্যাকারিদের বিচার দাবিতে মানববন্ধনে গতকাল পার্বত্য অধিকার ফোরামের নেতারা এ কথা বলেন। মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণি পেশার কয়েকশ মানুষ। বক্তব্য রাখেন হাবিবুর রহমান, নাজিম আল হাসান, লোকমান হাকিম, মোমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮৪ সালে বরকল ভূষণছড়ায় সন্ত্রাসীদের হাতে একরাতে খুন হন চার শতাধিক বাঙালি নারী-পুরুষ। এ হত্যার বিচার আজও হয়নি। পরিবারগুলো পায়নি কোনো সহায়তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর