সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

জমি অধিগ্রহণ না করে খাল খনন, মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

জমি অধিগ্রহণ না করেই ঝিনাইদহের সিরিজকাট খাল খনন শুরুর অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে। এ ঘটনায় ঝিনাইদহ জেলা প্রশাসক এবং পাউবোর নির্বাহী প্রকৌশলীর নামে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার শামছুল আলম সোম ও তার স্ত্রী নাছিমা।

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার ডেফলবাড়ীয়া মাঠে ২ একর ১৪ শতক জমি ক্রয়সূত্রে বাদী দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। জমি মালিকদের নামে আরএস রের্কডও রয়েছে। পাউবো অধিগ্রহণ ছাড়াই ওই জমির উপর দিয়ে খাল খনন করছে। বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানিয়েও লাভ হয়নি। সবশেষে ঝিনাইদহ সহকারী জজ আদালতে মামলা করলে বিচারক তা আমলে নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, ম্যাপ অনুযায়ী টেন্ডার করে খাল সংস্কার কাজ শুরু করা হয়েছে। মামলার কারণে ওই অংশে কাজ বন্ধ আছে।

সর্বশেষ খবর