মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা
বিআরটিসি বাস চালু

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালু করায় পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক হরতাল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে। গতকাল শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ যাত্রীকল্যাণ পরিষদ ও আদালত এলাকায় জেলা আইনজীবী সমিতি পৃথক কর্মসূচি পালন করে। বিআরটিসির বাস চালুর প্রতিবাদে ২৪ জুন থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক ও শ্রমিকরা। মানববন্ধন কর্মসূচিতে উন্নত বাস সার্ভিস চালু, বিআরটিসি বাস বন্ধে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা হরতাল প্রত্যাহার, বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি, গাড়ি ভাড়া কমানো ও বাস টার্মিনালের আধুনিকায়নের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ৩ জুন সুনামগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।

সর্বশেষ খবর