শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অপরিকল্পিতভাবে নদ খননের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে অপরিকল্পিতভাবে ব্রহ্মপুত্র নদ খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল উপজেলার চরআলগী ইউনিয়নের চরআলগী, টেকির চর, বালুয়াকান্দা এবং শনিপাড়া গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ ব্রহ্মপুত্র নদের ধারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, শিক্ষক ইসকেন্দার রোজ রিবেল, ইউপি সদস্য নাসরিন সুলতানা পলি, খুরশেদ আলম এবং মাজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদ খননের নামে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যার ফলে শতাধিক বাড়ি ব্রহ্মপুত্রে নদে বিলীন হওয়ার আশংকায় রয়েছে। অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন দ্রুত বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

সর্বশেষ খবর