সম্প্রতি বাংলাদেশে ছেলেধরা ও মাথাকাটা গুজব নিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ এবং জনগণকে সচেতন করতে জেলা পুলিশের আয়োজনে সপ্তাহব্যাপী প্রচারণার অংশ হিসেবে র্যালি, প্রচারপত্র বিলি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় গিয়ে সমবেত হয়।
সেখানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক সাংবাদিক সফি খান প্রমুখ।