রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নৈসর্গিক চরফ্যাশন বর্ণিল সাজে

এম আবু সিদ্দিক, চরফ্যাশন

নৈসর্গিক চরফ্যাশন বর্ণিল সাজে

ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটিতে ভোলার চরফ্যাশনের দৃষ্টিনন্দন জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, বেতুয়া মিনি পার্ক, মায়ার ব্রিজ, জেনিল খামার বাড়ি, কুকরিমুকরি ও ঢালচরের তারুয়া সেজেছে বর্ণিল সাজে। বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চরফ্যাশনে।

দৃষ্টি নন্দন জ্যাকব টাওয়ার, শেখ রাসেল ডিজিটাল শিশু পার্ক, ফ্যাশন স্কয়ার, পৌর ভবনসহ স্থাপনাসমূহ দৃষ্টি কারবে পর্যটকদের। প্রাকৃতিকভাবে দেশি-বিদেশি সাড়িবদ্ধ বৃক্ষ আর বাহারী ফুলের সমারোহ খামার বাড়িকে দিয়েছে আলাদা সৌন্দর্য। কুইন আইল্যান্ড অব ভোলা খ্যাত সৌন্দর্য শোভিত প্রাকৃতিক বনবৃক্ষের লিলাভূমি কুকরিমুকরি যেন সবুজের মিতালী। সেখানে মায়াবি হরিণের ছোটাছুটির দৃশ্য নিঃসন্দেহে পর্যটকদের আকৃষ্ট করবে। পর্যটকদের নিরাপত্তা ও থাকার সুব্যবস্থায় রয়েছে থ্রিস্টার মানের রেস্ট হাউস। চরফেশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বলেন, এবারের ঈদুল আজহার আগেই পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকে ইতিমধ্যে চলে এসেছেন এখানে। আশা করছি, ঈদের আগে ও পরে পর্যটকে মুখরিত থাকবে চরফ্যাশনের পর্যটন কেন্দ্রগুলো। পর্যটন দ্বীপ কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাশেম মহাজন বলেন, ঈদের ছুটিসহ বিভিন্ন ছুটিতে এখানে ছুটে আসেন হাজারো পর্যটক। দ্বীপরানী চরফ্যাশনকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিন দফায় নির্বাচিত সংসদ সদস্য হয়ে পর্যটকদের জন্য চর কুকরী মুকরীকে কুইন অব আইল্যান্ড হিসেবে গড়ে তুলেছেন।

 

সর্বশেষ খবর