গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ। গতকাল ভোর রাতে সদর উপজেলার চল্লিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, সাইদুল ইসলাম (৩০), জামান বাশার (২৭), রেজাউল করিম পাভেল (২৮) ও হোটেল ম্যানেজার মাহফুজুল ইসলাম মামুনসহ আরো দুজন। তারা সবাই চল্লিশা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। নেত্রকোনা মডেল থানার ওসি জানান, ধর্ষিতা তার স্বামীকে নিয়ে ঈদের ছুটিতে ময়মনসিংহের সিস্টোর থেকে নেত্রকোনার কলমাকান্দায় ফুফুর বাড়িতে যাচ্ছিলেন। গত শুক্রবার ১৮ বছর বয়সী এক তরুণী ও তার স্বামী ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিস্টোর থেকে স্বামীর ফুফুর বাড়ি কলমাকান্দার উদ্দেশে বাসে উঠে এবং ময়মনসিংহ বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে নেত্রকোনার বাসে উঠলে তাদের বাসটি চল্লিশা বাজারে আসলে ওই তরুণী রাজেন্দ্রপুর বিসিক শিল্প নগরীর সামনে নেমে সারিন্দা ফাস্ট ফুডের পিছনে টয়লেট ব্যবহার করতে যান। এ সময় কয়েক আসামি টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকে এবং তার স্বামীকে বাইরে আটকে রাখে। দাদের একজন ভিকটিমকে টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষণ করে। পরে আসামিরা তরুণীকে সারিন্দা ফাস্ট ফুডের ম্যানেজার মাহফুজুল ইসলাম মামুনের রুমে নিয়ে যায়। ম্যানেজার মাহফুজুল ইসলাম মামুনের সহযোগিতায় নামধারী ছাত্রলীগ এনামুল হক সম্রাট (২৭), জিহান (২৭), রাসেল (৩০), জামান বাশার (২৭), রেজাউল করিম পাভেল (২৮), সাইদুল ইসলাম (৩০) পালাক্রমে ধর্ষণ করে। পরে ভিকটিম তরুণীসহ স্বামীকে একটি রুমে আটকে রাখে। রাত একটার দিকে ভিকটিম ও তার স্বামীকে এ বিষয়ে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। রাত আনুমানিক ২টার সময় ভিকটিম ও তার স্বামী থানায় এসে ঘটনাটি পুলিশকে জানালে ভিকটিমকে চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায় এবং তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
শিরোনাম
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
গৃহবধূ গণধর্ষণের শিকার, আটক ৬
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর