সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শিল্প পুলিশের শোক দিবস পালন

সাভার প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ঢাকা শিল্প পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশের প্রধান কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন শিল্প পুলিশ-১, ঢাকা-এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান। সভায় পুলিশ সুপার পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাসহ শিল্প পুলিশের ১৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনীসহ তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সব সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পুলিশ সুপার সানা শামীনুর রহমান বলেন, আমরা যখন ১৫ আগস্টকে ফিরে দেখি, তখন মনে হয়, মানুষকে ভালোবাসা ও বিশ্বাস করাই বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার উল্লেখযোগ্য কারণ। যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা তাকে নির্মমভাবে ঘাতকের বুলেটে নিহত হতে হবে, এটা কল্পনার অতীত! বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি। এ বাংলাকে, বাংলার মানুষকে তিনি এত বেশি ভালোবেসেছিলেন যে, কেউ তার সঙ্গে বিশ্বাঘাতকতা করতে পারে, এটা তিনি কল্পনাও করতে পারেননি।

 

সর্বশেষ খবর