বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজে রোডে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় ফারুক নামে এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

জানা যায়, বিএনপির নতুন জেলা আহ্বায়ক কমিটিতে কালীগঞ্জ উপজেলার ছয় নেতা স্থান পেয়েছেন। তাদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের কলেজ রোডে সভার আয়োজন করা হয়। সভা চলাকালে বেল্টু গ্রুপের সমর্থকরা অতর্কিত হামলা চালায় বলে ফিরোজ গ্রুপের লোকজন অভিযোগ করেন। কালীগঞ্জ থানার ওসি জানান, সংঘর্ষ থামাতে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়েছে। আটক করা হয়েছে একজনকে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে দফায় দফায় এ হামলা হয়।

সর্বশেষ খবর