বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায়  ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ায় ভেঙে ফেলা হচ্ছে পাকা ভবন - বাংলাদেশ প্রতিদিন

বগুড়া সড়ক ও জনপথ বিভাগ রাস্তার পাশ থেকে তাদের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গতকাল উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানে কমপক্ষে ৪০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, গতকাল থেকে ৪ দিনব্যাপী বগুড়ার নিশিন্দারা চারমাথা বাসস্ট্যান্ড থেকে এই অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিন থেকে একশ্রেণির প্রভাবশালী মহল সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর নির্মাণ করে ব্যাবসা করে আসছিল। এই অভিযানে নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ।

  আশরাফুজ্জামান আরও জানান, গতকাল বেলা ৪টা পর্যন্ত শহরের চারমাথা থেকে সান্তাহার রোডের ৪০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান চলবে জেলার আদমদীঘি উপজেলা পর্যন্ত।

সর্বশেষ খবর