বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মা-ছেলে হত্যা মামলায় তিনজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মা-ছেলে হত্যা মামলায় তিনজনের ফাঁসি

রাজশাহীর বাগমারার মা-ছেলেকে গলা কেটে হত্যা মামলায় তিনজনকে ফাঁসি এবং চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দন্ডাদেশ দেওয়া হয়েছে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার গতকাল এ রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল হোসেন, হাবিবুর রহমান হাবিব ও আবদুর রাজ্জাক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল্লাহ আল কাফি, রুহুল আমিন, রুস্তম আলী ও মনিরুল ইসলাম ওরফে মনির। আদালত সূত্র জানায়, বাগমারার দেউলা গ্রামের নিজ বাড়িতে ২০১৪ সালের ২৪ নভেম্বর রাতে আকলিমা ও তার ছেলেকে গলা কেটে হত্যা করা হয়। গণধর্ষণ ও হত্যায় দুজনের মৃত্যুদন্ড : খুলনার খালিশপুরে শিশু আফসানা মিমিকে (১৪) গণধর্ষণের পর হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দন্ড প্রাপ্তরা হলেন- বাবুল হাওলাদার ওরফে কালা বাবুল ও এমদাদ হোসেন।

সর্বশেষ খবর