রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নড়িয়ায় পদ্মার ভাঙন অব্যাহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষাবাঁধে ভাঙন থামেনি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ও ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ভাঙন এলাকায় থেকে পাউবোর কার্যক্রম মনিটরিং করছেন। এখনো ভাঙছে বসতভিটা। এলাকাবাসী বাড়িঘর ভেঙে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন।

পাউবো ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়িয়ায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের ২০০ মিটার এলাকা হঠাৎ ধসে যায়। কিছু বুঝে উঠার আগেই বিলীন হয়ে যায় একটি মসজিদ, ১২টি বসতবাড়ি। এরপরই ভাঙনরোধে কাজ শুরু করে পাউবো। কিন্তু কোনভাবেই ভাঙন থামছে না। স্থানীয় মাদ্রাসায় নদী ভাঙন থেকে বাসিন্দাদের রক্ষার জন্য বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। মুনাজাতে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের এমপি ইকবার হোসেন অপু, বাহাদুরপুরের পীর মাওলানা আব্দুল্লাহ হাসান অংশ নেন। মুনাজাত শেষে উপমন্ত্রী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে ভাঙন রোধের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। ভাঙন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ভাঙন কবলিত মানুষে পাশে থাকবো।’

সর্বশেষ খবর