সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বরাদ্দকৃত প্লট পাওয়ার দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে বরাদ্দ পাওয়া প্লট মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় গতকাল এ কর্মসূচি পালিত হয়। প্লটের সব টাকা পরিশোধ করে রেজিস্ট্রি দলিলমূলে নাম পত্তনসহ হালনাগাদ ভূমি কর পরিশোধ করেও দখল পাচ্ছেন না-এমন অভিযোগ তাদের।

প্লটপ্রাপ্তদের একজন সামিনা খাতুন বলেন- গয়না, গরু-ছাগল বিক্রি করে এবং উচ্চহারের সুদে ঋণ নিয়ে প্রাপ্ত প্লটের টাকা শোধ করেও এক বছর ধরে জমি পাচ্ছি না। এখন একুল-ওকুল হারিয়ে আমি পথের ফকির। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কুষ্টিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও জেলা পরিষদের লোকজন বরাদ্দ দেওয়া প্লটের জমিতে অবকাঠামো নির্মান শুরু করায় প্লট গ্রাহকদের বুঝিয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর