সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শ্রীপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ রবিবার সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন ও অর্ধশতাধিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জহুরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় প্রভাবশালী মহলের যোগসাজশে অবৈধ লাইন সংযোগ দেওয়া হয়েছিল। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক প্রকৌ. আব্দুল আলিম রাসেল, প্রকৌশলী শবিউল আওয়াল ও প্রকৌশলী আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী ব্যবস্থাপক (কারিগরি) রেজাউল হক, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, আনোয়ার হোসেন, আসাদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর