মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

ঝিনাইদহ গণপূর্তে দুদকের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি

ভুয়া কাজ ও বিল ভাউচার দেখিয়ে ১০ কোটি টাকা লোপাটের ঘটনায় ঝিনাইদহ গণপূর্ত বিভাগে অভিযান চালিয়েছে দুদক। যশোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত অঞ্চলের উপপরিচালক নাজমুস সাদাতের নেতৃত্বে গতকাল এই অভিযান চালানো হয়। এ সময় তারা গণপূর্ত বিভাগের ফাইলপত্র দেখেন এবং নতুন করে কাজ হওয়া সরকারি ভবনগুলো পরিদর্শন করেন। উল্লেখ্য, ভুয়া কাজ ও বিল ভাউচারে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের ১০ কোটি টাকা লোপাট শীর্ষক প্রতিবেদন সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়।

গতকাল দুদকের লোকজন ঝিনাইদহ গণপূর্ত বিভাগে উপস্থিত হন। তারা কর্মচারী-কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাদের কাছে গণপূর্ত বিভাগের নানা অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি দুদক কর্মকর্তারা নির্বাহী প্রকৌশলীর কাছেও জানতে চান।

সর্বশেষ খবর