শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নীলফামারী আওয়ামী লীগে নতুন মেরুকরণে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী আওয়ামী লীগে নতুন মেরুকরণে

নীলফামারীতে পৌর আওয়ামী লীগ ও সদর উপজেলা সম্মেলনের তারিখ ঘোষণার পরই নড়েচড়ে বসেছেন নেতা-কর্মীরা। আগামী ২০ থেকে ২১ অক্টোবর এই দুই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে তৃণমূলে চলছে উৎসব-উদ্দীপনা। দলের ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীর মূল্যায়নের বিষয়ে আলোচনা হচ্ছে জোরেশোরেই। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় অনেক যোগ্য তরুণ নেতা পদ-পদবির জন্য মুখিয়ে রয়েছেন। ফলে এবারের কমিটি গঠনে নানা মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। শীর্ষ দুটি পদের লড়াইয়ে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগের প্রাক্তন নেতা মাঠে নেমেছেন। জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ২০০৬ সালে নীলফামারী সদর ও নীলফামারী পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। সে সময়ে অ্যাডভোকেট আলিম উদ্দিন বসুনিয়াকে সভাপতি ও অ্যাডভোকেট মমতাজুল হককে সাধারণ সম্পাদক নীলফামারী সদর উপজেলা এবং মসফিকুল ইসলাম রিন্টুকে সভাপতি ও অ্যাডভোকেট আল মাসুদ আলালকে সাধারণ সম্পাদক করে নীলফামারী পৌর কমিটি গঠন করা হয়।  নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। অনেক নেতা-কর্মী আমাদের দলে। সবাই শীর্ষ পদ পেতে চান। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর