শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ধুলিয়া নদী ভাঙন

মুক্তিযোদ্ধার আত্মাহুতির হুমকি

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে তেঁতুলিয়া নদীতে আত্মাহুতি দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলার যুদ্ধকালীন কমান্ডার ও জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. বারেক হাওলাদার।

গতকাল উপজেলার ধূলিয়া লঞ্চঘাট এলাকায় ধুলিয়া নদী ভাঙন প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি এ হুমকি দেন। ওই সময় তিনি জানান, ইতিমধ্যে বাউফল উপজেলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে শতাধিক বাড়ীঘর, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ-মন্দির, শ্মশানঘাট ও কয়েকটি হাটবাজারসহ লঞ্চঘাট। তেঁতুলিয়া গ্রাস করে নিয়ে গেছে ২৭ জন মুক্তিযোদ্ধার কবর। বিলীন হওয়ার পথে রয়েছে ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা সংগঠক ও সাবেক এমপি সৈয়দ আশরাফ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খান ও পরমাণু বিজ্ঞানী ডা. আবদুস সোবহানের সমাধিস্থল। নদীভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মোফাজ্জেল হোসেন মফুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক ও নদী ভাঙন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য জহিরউদ্দিন বাবর ও ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান রব। মানববন্ধনে উপজেলার ধূলিয়া ইউনিয়নের সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নেরও নদী ভাঙনকবলিত শতাধিক পরিবার অংশ নেন।

 

সর্বশেষ খবর