সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পুনর্ভবার তীরে পুণ্যার্থীর ঢল

দিনাজপুর প্রতিনিধি

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিনাজপুরে পালিত হয়েছে সূর্য্য পূজা। স্থানীয়ভাবে একে বলা হয় ছট পূজা। প্রতি বছর কালী পূজার পর শুল্ক পক্ষের ষষ্ঠি তিথিতে নদীতীরে সূর্য্য দেবতাকে সন্তুষ্ট করতে এ পূজা উদযাপন করা হয়।

মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণসহ মানত পূরণে হিন্দু ধর্মাবলম্বীর হরিজন, রবিদাস ও রজকসহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে সূর্য্য পূজায়।

পূজার প্রথম দিন শনিবার বিকালে পূজারীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পুনর্ভবা নদীর তীরে উপস্থিত হন। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তারা নদীর পানিতে দাঁড়িয়ে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা করেন। সূর্যাস্তের পর সবাই বাড়ি ফিরে যান। গতকাল ভোরে সূর্যোদয়ের পর সূর্যকে প্রণাম করে ¯œানের এবং শরবত পানের মধ্য দিয়ে শেষ হয় এ পূজা।

সর্বশেষ খবর