লাকসাম বিএনপির দুই শীর্ষ নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ নিখোঁজের ছয় বছর আজ। তাদের ফিরে পাওয়ার আশায় এখনো পথ চেয়ে আছেন স্বজনরা। দুই নেতার নিখোঁজের ঘটনা করা মামলায় এ পর্যন্ত আদালতে ৫৮টি ধার্য্য তারিখ পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা দেওয়া হয়নি।বাদী পক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ‘সুষ্ঠু তদন্ত হলে হিরু-হুমায়ুন গুমের সব তথ্য বেরিয়ে আসবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করি।’ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন বলেন, মামলার প্রতিবেদন প্রায় প্রস্তুত। আশা করি শিগগিরই প্রতিবেদন জমা দিতে পারবো। স্থানীয় বিএনপি ও দুই পরিবারের স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত ৯টায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাইফুল ইসলাম হিরুর মালিকানাধীন লাকসাম ফ্লাওয়ার মিলে ঘণ্টাব্যাপী অভিযান চালায়। এ সময় ৯ জনকে আটক করা হয়। ওইদিন রাতেই তৎকালীন লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন অ্যাম্বুলেন্সে লাকসাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আলীশ্বরে সাদা পোশাকধারী একদল লোক অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। এ সময় র্যাব পরিচয়ে তাদের আটক করে অন্য সাদা মাইক্রোবাসে তুলে কুমিল্লার দিকে নিয়ে যায়। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে নয়জনকে থানায় হস্তান্তর করা হয়। হিরু আর হুমায়ুনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিরোনাম
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
আজও ফিরে আসার অপেক্ষায় স্বজনরা
বিএনপির দুই নেতা নিখোঁজের ছয় বছর
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর