লাকসাম বিএনপির দুই শীর্ষ নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ নিখোঁজের ছয় বছর আজ। তাদের ফিরে পাওয়ার আশায় এখনো পথ চেয়ে আছেন স্বজনরা। দুই নেতার নিখোঁজের ঘটনা করা মামলায় এ পর্যন্ত আদালতে ৫৮টি ধার্য্য তারিখ পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা দেওয়া হয়নি।বাদী পক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ‘সুষ্ঠু তদন্ত হলে হিরু-হুমায়ুন গুমের সব তথ্য বেরিয়ে আসবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করি।’ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন বলেন, মামলার প্রতিবেদন প্রায় প্রস্তুত। আশা করি শিগগিরই প্রতিবেদন জমা দিতে পারবো। স্থানীয় বিএনপি ও দুই পরিবারের স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত ৯টায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাইফুল ইসলাম হিরুর মালিকানাধীন লাকসাম ফ্লাওয়ার মিলে ঘণ্টাব্যাপী অভিযান চালায়। এ সময় ৯ জনকে আটক করা হয়। ওইদিন রাতেই তৎকালীন লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন অ্যাম্বুলেন্সে লাকসাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আলীশ্বরে সাদা পোশাকধারী একদল লোক অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। এ সময় র্যাব পরিচয়ে তাদের আটক করে অন্য সাদা মাইক্রোবাসে তুলে কুমিল্লার দিকে নিয়ে যায়। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে নয়জনকে থানায় হস্তান্তর করা হয়। হিরু আর হুমায়ুনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
আজও ফিরে আসার অপেক্ষায় স্বজনরা
বিএনপির দুই নেতা নিখোঁজের ছয় বছর
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর