শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মৌলভীবাজার কৃষি বিভাগ জনবল সংকটে

সেবাবঞ্চিত কৃষক

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

মৌলভীবাজার কৃষি বিভাগ জনবল সংকটে

মৌলভীবাজারের হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষক -ফাইলফটো

হাওরঅধ্যুষিত কৃষিসমৃদ্ধ জেলা মৌলভীবাজার। জেলার কৃষি বিভাগে জনবল সংকট থাকায় সেবাবঞ্চিত হচ্ছেন কৃষক। জেলার সাত উপজেলায় দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অর্ধেক পদ খালি। সঠিক পরামর্শের অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা কৃষি অফিস সূত্র জানায়, মৌলভীবাজারে বোরো ধান চাষের জন্য রয়েছে এশিয়ার বৃহত্তর হাওর হাকালুকি, কাউয়া দিঘি, বাইক্কা বিল, হাইল হাওর, করাইয়ার হাওর ও বড় হাওর। হাওরগুলোতে গত বোরো মৌসুমে ৪৯ হাজার ৮৩৫ হেক্টর জমিতে উফশী, স্থানীয় জাতের ৩২১ এবং হাইব্রিড জাতের ধান চাষ হয়েছিল ২৪৬৬ হেক্টরে। চলতি মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে এক লাখ ১৫০ হেক্টর। এছাড়া জুড়ি, বড়লেখা কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হয় কমলা। জেলার টিলাগুলোতে রয়েছে ৩২০ মালটা ও এক হাজার ৮০০ লেবু বাগান। আছে খাসিদের পান চাষ। প্রায় ৯ হাজার হেক্টর জমিতে টমেটো, বেগুন, আলুসহ বিভিন্ন সবজি চাষ হয়।  সূত্র আরও জানায়, মৌলভীবাজারের সাত উপজেলায় মাঠপর্যায় কর্মরত উপ-সহকারী পদে অনুমোদিত ২০৫ জন কর্মকর্তার বিপরীতে কর্মরত আছেন ১০৪ জন।

মৌলভীবাজার কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানান, মৌলভীবাজারে ২০৫টি কৃষি ব্লক রয়েছে। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সংকট রয়েছে। এ কারণে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দুটি ব্লকের আবার কোথায়ও তিনটি ব্লকের দায়িত্ব পালন করছেন। জনবল সংকট থাকার কারণে কিছুটা হলেও মাঠপর্যায়ে সেবা ব্যাহত হচ্ছে। সীমিত জনবল দিয়ে আমরা মাঠ পর্যায় কৃষকদের সেবা দিতে চেষ্টা করছি।

সর্বশেষ খবর