সিরাজগঞ্জের শাহজাদপুরে বুড়ি-পোতাজিয়া নামক স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ে ঢাকা-পাবনা মহাসড়কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে গতকাল সকালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ।
জানা যায়, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন হয়নি। ডিপিপির দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়েছে আসছেন। ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে লাগাতার আন্দোলন শুরু করেন তাঁরা।