বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতির ডান পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বন বিভাগের তত্ত্বাবধানে আহত হাতিটির চিকিৎসা চলছে। নাইক্ষ্যংছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, হাতিটি পায়ের যন্ত্রণা নিয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়ে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে সাফারি পার্কের পশু চিকিৎসক ডাক্তার জুলকার নাইনকে মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। ডা. জুলকার নাইন জানান, হাতিটির অবস্থা গুরুতর। আশা করছি চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা যাবে। তিনি জানান, ক্ষতস্থান থেকে সংক্রমণ যাতে পুরো শরীরে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আঘাত সারতে কিছুদিন সময় লাগবে।
জানা যায়, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তের জিরো লাইন বরাবর প্রায়ই স্থলমাইন বিস্ফোরণ ঘটছে। এতে সীমান্ত এলাকার অনেকে আহত হচ্ছেন।