শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মধ্যপাড়া পাথর খনি লাভজনক প্রতিষ্ঠান!

দিনাজপুর প্রতিনিধি

মধ্যপাড়া পাথর খনি লাভজনক প্রতিষ্ঠান!

অনেক অনুকূল-প্রতিকূল অবস্থা পেরিয়ে মধ্যপাড়া পাথর খনি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেখান থেকে এখন প্রতিদিন প্রায় ৬ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করছে খনির রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং উৎপাদনে নিয়োজিত বেলারুশভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় গতকাল খনি এলাকার বাসিন্দাদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। সভাপতিত্ব করেন জিটিসি চেয়ারম্যান ডা. মো. সিরাজুল ইসলাম কাজী। পরে মধ্যপাড়া কলেজ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর