শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মাদারীপুরে অস্থির শীতকালীন সবজির বাজার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিভিন্ন বাজারে প্রচুর শীতকালীন সবজি মজুদ থাকার পরও দাম কমছে না। প্রতি বছর শীতকালে সবজির দাম স্বাভাতিক থাকলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। এতে করে হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। জেলার ৪টি উপজেলার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের চোখে-মুখে চাপা উদ্বেগ।

ক্রেতাদের অভিযোগ, বাজারে প্রশাসনের নজরদারির অভাব। বিক্রেতারা তাই নানা অজুহাতে দাম বাড়াচ্ছে। ব্যবসায়ীরা বলছে, সাম্প্রতিক সময়ের বৃষ্টিতে চাষিদের খেত নষ্ট হয়ে গেছে। তাই সরবরাহ নেই। এছাড়া আড়তেও সবজির দাম চড়া। বেসরকারি চাকরিজীবী আমানউল্লাহ বলেন, মাদারীপুরের বিভিন্ন স্থানে প্রচুর সবজি চাষ হয়। তারপরও এখানে সবজির দাম বেশি। অথচ কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দুই তিনগুণ বেশি দামে বিক্রি করছে। নতুন বাজারের সবজি বিক্রেতা  মকবুল হোসেন বলেন, যেখানে ক্রেতারা আগে ১ কেজি সবজি কিনত, এখন অনেকে আধা কেজির বেশি নিচ্ছে না।

সর্বশেষ খবর